ইন্টারনেট হয়ে যাচ্ছে পুরোপুরি ফ্রি
লোকটার নাম ইলন মাস্ক। PayPal যিনি চালু করেছিলেন, বিদ্যুৎ চালিত তেসলা কার যিনি বানিয়েছিলেন, সোলার সিটি যার মাথা থেকে বের হয়েছিলো এবং আপনার গাড়িটা নিজে থেকেই আপনার জন্য টাকা কামাতে থাকবে যার পরিকল্পনায়, সেই ইলন মাস্ক। সম্প্রতি তিনি পুরো পৃথিবীতে ফ্রি WiFi নেটওয়ার্ক দেয়ার ঘোষণা দিয়েছেন।
তার প্রতিষ্ঠা করা SpaceX নামে কোম্পানী গত জানুয়ারীতে প্রকাশ করেছে এর মূল পরিকল্পনা ও ফ্রেমওয়ার্ক। প্রায় চার হাজার লো-অরবিট স্যাটেলাইট উৎক্ষেপন করা হবে এই লক্ষ্যে যেগুলো পুরো পৃথিবীকে একটি WiFi নেটওয়ার্কের আওতায় নিয়ে আসবে এবং সেটি হবে একদম ফ্রি।
সবকিছু যদি পরিকল্পনামত আগায় তাহলে আগামী পাঁচ বছরের ভেতরে এটি বাস্তবায়িত হয়ে যাবে। ইন্টারনেট ব্যবহারকারীরা জন্য এটি বিরাট সুখবর হলেও ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের জন্য দুঃসংবাদ সন্দেহ নেই। তবে ৭ বিলিয়ন মানুষের পৃথিবীতে ফ্রি ইন্টারনেট সুবিধা মানে অনলাইন ভিত্তিক ব্যবসাগুলোর ব্যাপক প্রসারের সুযোগ তৈরি। সেই লক্ষ্যেই এখন সবাইকে প্রস্তুতি নিতে হবে এবং কাজ করে যেতে হবে।
দ্যা সায়েন্স পেজ অবলম্বনে, গ্লিএরা নিউজ ডেস্ক।