জব সার্চ সাইট গ্লাসডোর সম্প্রতি তাদের জব ডাটাবেস থেকে বড় মাপের ১৫টি এমন কোম্পানীর কথা জানিয়েছে যারা ব্যাচেলর/অনার্স ডিগ্রি ছাড়াই কর্মী রিক্রট করছে। এই তালিকায় Google, Apple, IBM এর মত বড় কোম্পানীগুলোও রয়েছে। মূলত, সার্টিফিকেটের চাইতে স্কিল বা দক্ষতাকে বেশী মূল্যায়ণ করা হয়েছে ওসব চাকুরীতে। ২০১৭-তে আইবিএমের ভাইস প্রেসিডেন্ট অব ট্যালেন্ট সিএনবিসিকে জানিয়েছিলো, তাদের কোম্পানীর ১৫ শতাংশ চাকুরীর জন্য কোনরকম কলেজ ডিগ্রির (যেটা আমাদের দেশে ব্যাচেলর/অনার্স নামে পরিচিত) প্রয়োজন নেই। তিনি আরো বলেছিলেন, এসব চাকুরীতে সার্টিফিকেটের চাইতে দক্ষতাকে তারা অধিক মূল্যায়ণ করে থাকেন। এরকম পনেরটি কোম্পানীতে কী ধরনের চাকুরীতে আপনি কোনরকম কলেজ ডিগ্রি ছাড়াই আবেদন করতে পারবেন, তার একটা তালিকা গ্লাসডোর প্রকাশ করেছে। ১) Google গ্লাসডোরে ৪.৪ আউট অব ৫ রেটিং প্রাপ্ত টেক জায়ান্ট কোম্পানী গুগলে প্রোডাক্ট ম্যানেজার, রিক্রুইটার, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, প্রোডাক্ট মার্কেটিং ম্যানেজার পদে আপনি ব্যাচেলর ডিগ...
লোকটার নাম ইলন মাস্ক। PayPal যিনি চালু করেছিলেন, বিদ্যুৎ চালিত তেসলা কার যিনি বানিয়েছিলেন, সোলার সিটি যার মাথা থেকে বের হয়েছিলো এবং আপনার গাড়িটা নিজে থেকেই আপনার জন্য টাকা কামাতে থাকবে যার পরিকল্পনায়, সেই ইলন মাস্ক। সম্প্রতি তিনি পুরো পৃথিবীতে ফ্রি WiFi নেটওয়ার্ক দেয়ার ঘোষণা দিয়েছেন। তার প্রতিষ্ঠা করা SpaceX নামে কোম্পানী গত জানুয়ারীতে প্রকাশ করেছে এর মূল পরিকল্পনা ও ফ্রেমওয়ার্ক। প্রায় চার হাজার লো-অরবিট স্যাটেলাইট উৎক্ষেপন করা হবে এই লক্ষ্যে যেগুলো পুরো পৃথিবীকে একটি WiFi নেটওয়ার্কের আওতায় নিয়ে আসবে এবং সেটি হবে একদম ফ্রি। সবকিছু যদি পরিকল্পনামত আগায় তাহলে আগামী পাঁচ বছরের ভেতরে এটি বাস্তবায়িত হয়ে যাবে। ইন্টারনেট ব্যবহারকারীরা জন্য এটি বিরাট সুখবর হলেও ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের জন্য দুঃসংবাদ সন্দেহ নেই। তবে ৭ বিলিয়ন মানুষের পৃথিবীতে ফ্রি ইন্টারনেট সুবিধা মানে অনলাইন ভিত্তিক ব্যবসাগুলোর ব্যাপক প্রসারের সুযোগ তৈরি। সেই লক্ষ্যেই এখন সবাইকে প্রস্তুতি নিতে হবে এবং কাজ করে যেত...