ধরুন আপনার ডায়বেটিস হয়েছে। ডাক্তার আপনাকে পরামর্শ দিলেন যে প্রতি সপ্তাহে একটা করে গরুর অগ্ন্যাশয় কাচা চিবিয়ে খাবেন। আপনি হতভম্ব হয়ে তাকিয়ে রইলেন ডাক্তারের দিকে, ডাক্তারও আপনার দিকে তাকিয়ে রইলেন মহা বিরক্ত হয়ে। ডাক্তারের বিরক্তির কারণ মাত্রই আপনার প্রস্রাব চুমুক দিয়ে চেখে দেখে আপনার ডায়বেটিস শনাক্ত করতে হয়েছে তাকে! দৃশ্যটা এখন কষ্টকল্পনা হলেও, এই মাত্র একশো বছর আগেও ১৯২১ সালের আগে দশাটা অনেকটা এরকমই ছিলো। তখনকার দিনে ডায়বেটিস রোগীরা এক কি দুই বছরের বেশি বাঁচতো না। মৃত্যুর হার ছিলো শতভাগ। কারণ এই রোগের কোনো প্রতিকার জানা ছিলো না কারো-ই। সবচেয়ে কার্যকর চিকিৎসা ছিলো কঠিন ডায়েট: Minimal carbohydrate intake. হয়তো সারাদিনে মাত্র ৪৫০ কিলো ক্যালোরি। এটা যে কতো কম সেটা বোঝার জন্য উল্লেখ্য যে এক স্লাইস পিজ্জা বা দুটো চিকেন ফ্রাইতে এর চাইতে বেশি ক্যালরি থাকে। এতে করে বাঁচার জন্য অতিরিক্ত কয়েক বছর পাওয়া গেলেও, শেষমেশ বাঁচতো না কেউই। অনেকেতো এই কঠিন ডায়েটের কারণেই Starvation-এ মারা পড়তো। হাসপা...
মানব সভ্যতার আবিষ্কার বা উদ্ভাবনগুলোর ইতিহাস লিখতে গিয়ে যে ব্যাপারটা সবচাইতে বড় সমস্যা তৈরি করে সেটা হচ্ছে আবিষ্কারের সময়ের অনিশ্চয়তা। পাথরের তৈরি বিভিন্ন যন্ত্র ছাড়া বাদবাকী সকল যন্ত্রই মাটির সাথে এমনভাবে মিশে যেতে পারে যে দশ থেকে বিশ হাজার বছর সেগুলোর অস্তিত্ব খুঁজে পাওয়া দুষ্কর। তথাপিও গবেষকরা বিভিন্ন প্রত্নতাত্ত্বিক সাইট থেকে পাওয়া বস্তুগুলো পরীক্ষা নিরীক্ষা করে এর সময় নিরূপণ করে যাচ্ছেন। এভাবে কোন একটি জিনিষের বয়স এখন পর্যন্ত যত বেশী পাওয়া গিয়েছে, সেটাকেই ওটার প্রাথমিক আবিষ্কারের সময় ধরে নেয়া হয়। মানব সভ্যতা বদলে দেয়া এক হাজার উদ্ভাবন জানানোর উদ্দেশ্যে দ্বিতীয় পর্বে আজকে আমরা হাজির হয়েছি আরো পাঁচটি উদ্ভাবন নিয়ে। বড়শি (Fishhook)
বড়শির সাথে কমবেশী সকলেই ...বর্তমানে পৃথিবীর সভ্যতাকে আপনি যে রুপে দেখতে পাচ্ছেন, এটা সম্ভব হয়েছে মানুষের উদ্ভাবনী ক্ষমতার জন্য। পৃথিবীর জানা ইতিহাসে এরকম হাজারো আবিষ্কার/উদ্ভাবনের কথা আমরা জানতে পারি যা বদলে দিয়েছিলো মানুষের জীবনযাপন পদ্ধতি ও সভ্যতা। এই সিরিজে প্রতি পর্বে এরকম পাঁচটি করে মোট দুই'শত পর্বে প্রায় এক হাজার আবিষ্কারের কথা আপনাদের জানাবো। তাহলে শুরু করা যাক। পাথরের যন্ত্র (Stone Tools)
ধারণা করা হয়ে থাকে, প্রায় ২৬ লক্ষ বছর আগে মানুষ প্রথম পাথরের তৈরি যন্ত্রপাতি বানাতে শুরু করে। বিভিন্ন আর্কিওলজিক্যাল সাইটে কৃত্তিমভাবে ধারালো করা চকমকি পাথরের নমুনা দেখে গবেষকরা এমন ধারনায় পৌঁছেছেন। এগুলো ছিলো মানুষের জানা ইতিহাসের প্রথম দিকের যন্ত্র। ইতিহাসের বিভিন্ন পর্যায়ে, এমনকি বর্তমান ...