কবিতারা স্থানকালের ভিতরের জিনিস। এদের ভিতর পরিভ্রমণ করা যায়। এদের ভিতর 'বেবি ইউনিভার্সেস' থাকবার কথা ভাবা যায়। অন্তহীন দেশ আর দেশ, অবারিত — অনবরুদ্ধ, যেখানে আসলে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম নাই, দিকদিশা নাই, উর্ধদেশ তলদেশ নাই, কোনোএক বিন্দু থেকে শুরু কোনোএক বিন্দুতে শেষ, ইনকমপ্লিট, তবু প্রতিটি পরিপ্রেক্ষিত একেকটি দেশ— সীমানাহীন দেশ।
একটি কবিতা একটি কবিতা না, কবিতাংশ এবং একটি কবিতাংশ একটি কবিতা। কবিতার এ্যানালগি অশেষ। নতুন নতুন মেটাফর ত হয়ই। কবিতাকে ডিফাইন করতেও রূপক আসে। কবিতা এ্যালেগরির মাধ্যমে বিস্ময়কর মায়াবী হয়।