স্নাতকোত্তর, নৃবিজ্ঞান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। বুকের ভেতর অফুরন্ত গল্পের বসতি। সেইসব গল্পই বলে যেতে চান লেখায়, চলচ্চিত্রে, ছবিতে। আরশিনগর, অন্দরমহল আর মানবজনম নামে দীর্ঘ কলেবরের তিনটি উপন্যাস দিয়ে চমকে দিয়েছেন বাঙালি পাঠককে।
গল্প বলছেন চলচ্চিত্রেও। তুমুল আলোচিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বোধ দিয়ে যাত্রা শুরু। দ্যা শুজ চলচ্চিত্রের জন্য জিতেছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সেরা চলচ্চিত্রকারের পুরষ্কার। এছাড়া লেখালেখি, আলোকচিত্র এবং চলচ্চিত্রের জন্য জিতেছেন 'জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড'।
জন্ম মাদারীপুর জেলার কালকিনি থানার কয়ারিয়া গ্রামে। এপর্যন্ত প্রকাশিত বইয়ের সংখ্যা নয়। সর্বশেষ ২০১৮'র বইমেলায় বের হয়েছে 'নিঃসঙ্গ নক্ষত্র'।