সম্প্রতি প্রযুক্তিজায়ান্ট গুগল ইনকর্পোরেশন উন্মোচন করেছে কয়েকটি নতুন হার্ডওয়্যার পণ্য। এর মধ্যে একটি ফোন, একটি ল্যাপটপ এবং একটি ইয়ারফোন রয়েছে। এই তিনটি পণ্য প্রযুক্তিগত দিক থেকে একই ধরনের অন্যান্য পণ্যের তুলনায় অনেক বেশি স্মার্ট। ধারণা করা হচ্ছে, এই তিনটি পণ্য নিজ নিজ ধরনের ক্ষেত্রে হয়ে উঠবে নতুন মানদণ্ড। গুগল ফোনঃ পিক্সেল আমরা প্রথমে গুগলের নতুন ফোনটি নিয়ে আলোচনা করি। ফোনটির নাম পিক্সেল টু। গুগল বলছে এটি ‘লো-মেইনটেনেন্স. হাই-পারফর্ম্যান্স’ ফোন। পানি প্রতিরোধক এবং মেটাল ইউনিবডি ডিজাইনের এই ফোনে ব্যবহার করা হয়েছে সর্বশেষ কোয়ালকম স্নাপড্রাগন ৮৩৫ প্রসেসর। ফোনটিতে ব্যবহার করা হয়েছে শক্তিশালী ব্যাটারি, যা মাত্র ১৫ মিনিটের চার্জে সাত ঘণ্টা পর্যন্ত ফোনটিকে সচল রাখবে। কী, অবিশ্বাস্য লাগছে তো! গুগল পিক্সেল টু বাজারে আসবে একই দুটি ভিন্ন মডেলে। একটি হলো পিক্সেল টু, অন্যটি পিক্সেল টু এক্সএল। মডেলের ভিন্নতা তৈরি হয়েছে কেবল মূল ডিসপ্লের ভিন্নতার কারণে। পিক্সেল টুর মূল ডিসপ্লে পা...