আবারো চমকে দিতে আসছে FAR CRY 5

FAR CRY গেমারদের জগতে অতি পরিচিত ও নন্দিত একটি নাম, যার তুলনা সে নিজেই। এই ফাস্ট পারসন শুটিং গেমটি এবছর নিয়ে আসছে তাদের নতুন পর্ব FAR CRY 5. বরাবরের মতই চমৎকার স্টোরি লাইন, গ্রাফিক্স ও সাউন্ডের সাথে এবারে চমক হচ্ছে আধুনিক আমেরিকান প্লট যেখানে  সমসাময়িক ধর্মীয় ও জাতিগত কনফ্লিক্ট যুক্ত হচ্ছে। সেই সাথে থাকছে বিশাল ওপেন ওয়ার্ল্ড ম্যাপ যেখানে আপনি যা খুশি তাই করতে পারবেন। হাতিতে চরা থেকে শুরু করে পরিকল্পিত বিস্ফোরন, আবেগঘন স্টোরিলাইন থেকে সিরিয়াস এ্যাকশন সহ সব। Ubisoft আবারো চমক দেখাতে যাচ্ছে।  PC, PS4 এবং XBOX, সকল প্লাটফর্মেই আসছে একই সাথে, আগামী ২৭ মার্চ, ২০১৮। এবার গেমারদের অপেক্ষার পালা। FAR CRY 5 নিয়ে আমাদের আরো বিশাল আয়োজন থাকবে, বেটা রিলিজের পরপরই। টিপস, গেমসপ্লে ভিডিও এবং আপডেট পেতে চোখ রাখুন, GleeEra.com-এ। ...