টিকে থাকার লড়াইয়ে উদ্ভিদ

টিকে থাকার লড়াইয়ে আপনাকে সবসময় চেষ্টা করতে হবে পরিচিত প্রাকৃতিক খাবার গ্রহণের এবং যতদূর সম্ভব স্থলভূমিতে অবস্থান করার। খাবার পানি, আশ্রয় এবং প্রাণীজ খাবার খুঁজে বের করার পর আপনাকে নজর দিতে হবে স্থলভূমির খাবার উপযোগী উদ্ভিদের দিকে। বেঁচে থাকার সংগ্রামে খাবার ছাড়াই কিছুদিন পার করে দিতে পারবেন এমন চিন্তা কখনোই করবেন না। আপনার লড়াইটা একেবারে স্থিতিশীল এবং নিরুপদ্রব হলেও শারীরিক উদ্যম এবং মানসিক প্রশান্তি টিকিয়ে রাখার জন্য আপনাকে নিয়মিত খাবার গ্রহণ করতে হবে। যে কোন লড়াইয়ে টিকে থাকার মতো যথেষ্ট খাবার আপনি প্রকৃতি থেকেই খুঁজে নিতে পারবেন, শুধু খেয়াল রাখতে হবে আপনি যেন ভুল খাবার বেছে না নেন। আর সে জন্য আপনি যে অঞ্চলে অবস্থান করছেন সেখানকার উদ্ভিদ সম্পর্কে যতদূর সম্ভব ধারণা নিয়ে রাখতে হবে। খাবার ছাড়াও উদ্ভিদ আপনাকে প্রয়োজনীয় ঔষধ সরবরাহ করবে এবং অস্ত্রের জোগান দেবে। আশ্রয়কেন্দ্র নির্মাণের কাঁচামাল এবং জ্বালানী আপনি উদ্ভিদের কাছ থেকেই পাবেন। খাবার সংরক্ষণের ভেষজ উপাদান এবং নিজেকে ছদ্মবেশের মাধ্য...