আইনস্টাইনের মস্তিস্কঃ কী ছিলো তাঁর অসীম মেধার রহস্য?

আইনস্টাইন! নামটা শোনামাত্র মাথায় আসে ক্ষুরধার মস্তিষ্ক বিশিষ্ট একজন অসম্ভব মেধাবী মানুষের কথা। আশেপাশে তাই অসাধারণ জিনিয়াস কাউকে দেখলে আমরা তাকে আইনস্টাইনের সাথে তুলনা করি। আর আইনস্টাইনের এই অসম্ভব মেধার উৎস- তাঁর মস্তিষ্কটা নিয়েও মানুষের আগ্রহের নেই কমতি। সেই সূত্রেই অনেকে হয়তো জানেন যে তাঁকে সৎকার করার আগেই তাঁর মস্তিষ্ক করোটি থেকে বের করে নেওয়া হয়েছিলো। কিন্তু কী হয়েছিলো শেষ পর্যন্ত সেটার? বা সেটা নিয়ে গবেষণা করে তাঁর অপরিসীম মেধার কি কোনো ব্যাখ্যা পাওয়া যায়? আইনস্টাইন মারা যান ১৯৫৫ সালের ১৮ এপ্রিল, আমেরিকার নিউ জার্সির প্রিন্সটন হাসপাতালে। তখন তার বয়স ছিলো ৭৬। মৃত্যুর কারণ ছিলো Rupture of an abdominal aortic aneurysm থেকে সৃষ্ট রক্তক্ষরণ।  মারা যাওয়ার পর তার মরদেহ autopsy করার সময় হাসপাতালের প্যাথলজিস্ট ডা. থমাস হার্ভে চিন্তা করেন যে এরকম প্রতিভাধর একজন মানুষের মস্তিষ্ক এভাবে নষ্ট করে ফেলাটা অন্যায় হবে। তাই আইনস্টাইনের পরিবারের কারো অনুমতির তোয়াক্কা না করেই তিনি আইনস্টাইনের...