শ্রীদেবীর বর্ণময় জীবন

মাত্র চার বছর বয়সে অভিনয় শুরু করা এই প্যান-ইন্ডিয়ান অভিনেত্রীর জনপ্রিয়তা ছিলো আকাশছোঁয়া। ১৯৬৩ সালের ১৩ আগস্ট থেকে ২৪ ফেব্রুয়ারী ২০১৮ পর্যন্ত ৫৫ বছরের জীবনে তিনি হিন্দী, তামিল, তেলেগু, মালায়াম ও কান্নাডা ফ্লিমে ছিলেন সর্বোচ্চ জনপ্রিয়দের একজন। প্রডিউসার হিসেবেও কাজ করেছেন।

শিশু শিল্পী শ্রীদেবী
চার বছর বয়সে তামিল, তেলেগু, মালায়াম ও কান্নাডা ফ্লিমে শিশু শিল্পী হিসেবে শুরু করে  ১৯৭৫ সালে  বলিউডে তার অভিষেক হয় জুলি (Julie) সিনেমার মাধ্যমে। প্রথম বড়দের চরিত্রে অভিনয় করেন মনড্রু মুডিচ (Moondru Mudich) নামের একটি  তামিল সিনেমায়, ১৯৭৬ সালে। তখন তার বয়স মাত্র ১৩ বছর। পরবর্তী কয়েক বছরের ভেতরে তামিল ও তেলেগু সিনেমায় নিজেকে শক্তিশালী অবস্থানে নিয়ে যান এই...