বিশ্বের সেরা ধনীদের উপাখ্যান

সফলতার আধুনিক মাপকাঠির অন্যতম ভিত্তি হলো অর্জিত সম্পদ। যার পিছনে রয়েছে  বছরের পর বছরের নিরলস কঠোর পরিশ্রম । আপনি যদি অর্থের মাপকাঠির ভিত্তিতে তৈরি করা সফল ব্যক্তিদের তালিকার দিকে তাকান, দেখবেন  সফল ব্যক্তিদের বড় একটি অংশ জুড়ে রয়েছে  শ্রেষ্ট উদ্যেক্তারা। এই শ্রেষ্ট ধনীদের মধ্যে আর্থিক মানদন্ডে শ্রেষ্টত্ব  নিরুপনে ১৯৮৭ সাল থেকে আমেরিকান বিজনেস ম্যাগাজিন ‘ফোর্বস’ প্রতিবছর নীট সম্পদের ভিত্তিতে বিশ্বে শ্রেষ্ট ধনীদের তালিকা প্রকাশ করে যাচ্ছে যা কিনা ইউএস ডলারে মাপা হয়। ২০১৭ সালের জরীপ অনুযায়ী, নীট সম্পদের ভিত্তিতে ধনীদের তালিকায় ২০৪৩ জনের নাম উঠেছে যা কিনা প্রথম বারের মত ২০০০ অতিক্রম করেছে। তারমধ্যে ৫৬ জন ছিলেন চল্লিশ বছরের নীচে  এবং ২২৭ জন  ছিলেন নারী। অক্সফামের রিপোর্ট অনুযায়ী, ২০১৭ সালের তালিকাভুক্ত ধনীদের মোট সম্পদের পরিমান ৭.৬৭ ট্রিলিয়ন ইউএস ডলার। এর মধ্যে শীর্ষ আটজন ধনীদের ধারনকৃত মোট সম্পদের পরিমান  সমগ্র মানবজাতির অর্ধেক সম্পদের সম...